বাংলাদেশের তরুণদের আছে বিপুল সম্ভাবনা: হাসান মাহবুব

প্রযুক্তি জগতের আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের গর্ব মো. হাসান মাহবুব। বর্তমানে সিবিআরই, আইবিএম জাপানে টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে কর্মরত এ প্রকৌশলী ১৭ বছরের ক্যারিয়ারে যুক্ত হয়েছেন অ্যামাজন, ইন্টেলস্যাট, এয়ারট্রাঙ্ক, গ্রামীণফোনসহ একাধিক গ্লোব্যাল জায়ান্টের সঙ্গে। তার দীর্ঘ পথচলার গল্প, ভবিষ্যৎ পরিকল্পনা এবং দেশের…