ঢাকায় জার্মান অ্যাম্বেসিতে চাকরি, আবেদন ই-মেইল পাঠিয়ে

জনবল নিয়োগ দেবে ঢাকার জার্মান দূতাবাস। ঢাকা ফেডারেল রিপাবলিক অব জার্মান দূতাবাসে কালচারাল অ্যান্ড প্রেস সেকশনে ‘কালচারাল অ্যান্ড পাবলিক রিলেশনস অফিসার’ পদে কর্মী নিয়োগে প্রকাশ করা হয়েছে বিজ্ঞপ্তি। প্রাথমিকভাবে ছয় মাসের প্রবেশনকাল সফলভাবে সমাপ্তির পর চাকরি স্থায়ী হতে পারে। আগ্রহী প্রার্থীরা আগামী ৮ জানুয়ারির মধ্যে ই-মেইল পাঠিয়ে আবেদন সম্পন্ন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: জার্মান অ্যাম্বেসি, ঢাকা;

পদের নাম: কালচারাল অ্যান্ড পাবলিক রিলেশনস অফিসার;

পদসংখ্যা: ১টি;

চাকরির ধরন: চুক্তিভিত্তিক (ছয় মাসের প্রবেশনকাল শেষে চাকরি স্থায়ী হতে পারে);

কর্মঘণ্টা: ৩৮ ঘণ্টা (সাপ্তাহিক);

বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে;

অন্যান্য সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন;

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা bewerbungen@dhak.diplo.de ঠিকানায় ই-মেইল পাঠিয়ে আবেদন করতে পারবেন। প্রয়োজনীয় সব কাগজপত্র পিডিএফ ফরম্যাটে সংযুক্ত করে পাঠাতে হবে;

আবেদনের শেষ তারিখ: আগামী ৮ জানুয়ারি ২০২৬;

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে ঢাকার জার্মান অ্যাম্বেসির ফেসবুক পেজের এই লিংকে ক্লিক করুন।

Check Also

এসিআই কোম্পানিতে চাকরি, আবেদন শেষ ২৫ ডিসেম্বর

অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ পিএলসি (এসিআই) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ওয়েলফেয়ার অফিসার পদে জনবল নিয়োগের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *