বাংলাদেশ ক্রিকেটের তিতা সত্যটা বলেই দিলেন সাইফউদ্দিন

বাংলাদেশ ক্রিকেটের পাইপলাইন যে খুব একটা পোক্ত না তা আলাদা করে বলার অপেক্ষা রাখে না। এবার সে তিতা সত্যটা নিজেও জানালেন অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। দেশে জাতীয় দলে খেলার মতো ক্রিকেটারের সংখ্যা ২০-২৫ জনের বেশি না বলেই বাদ পড়া এই অলরাউন্ডার ফিরে আসার পথটা সহজই মনে করেন।

বিশ্বকাপের আগে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ দিয়ে প্রত্যাবর্তন করেন সাইফউদ্দিন। তবে মোটামুটি ভালো পারফর্ম করেও সুযোগ পাননি বিশ্বকাপ স্কোয়াডে। কিন্তু জাতীয় দলে আবারও ফিরে আসার ব্যাপারে বেশ আশাবাদী টাইগার অলরাউন্ডার। সে ক্ষেত্রে জাতীয় দলের পাইপলাইন নিয়ে বললেন বাস্তব কথাটাই।

আজ (৭ জুলাই) মিরপুরে অনুশীলন শেষে সাংবাদিকদের তিনি বলেন, ‘চেষ্টা করি যখনই সুযোগ পাই ভালো খেলার। অনুশীলনের ওপর থাকি। যেহেতু এখন পরিবারও হয়েছে, যখন একসাথে থাকি তখন খুব বেশি নেতিবাচক চিন্তা মাথায় আসে না। যখন বাদ পড়া ইস্যু নিয়ে আরো চিন্তা করি, তখন আরো বেশি খারাপ লাগে। তখন আমার কাজেও ব্যাঘাত ঘটে।’

‘এজন্য কাজ করতে থাকি, সুযোগ আসবে। সত্যি বলতে আমাদের বাংলাদেশে তো ওরকম আন্তর্জাতিক মানের খুব বেশি ২০-২৫ জনের বাইরে ওরকম ক্রিকেটার নেই। আমি যদি ফিট থাকি সুযোগ আসবে। অন্যান্য দেশে যদি দেখেন অনেক বেশি প্রতিযোগিতা, আমাদের বাংলাদেশে খুব কম সংখ্যক আন্তর্জাতিক মানের খেলোয়াড় আছে, ২০-২৫ জন যতটুকু আমি মনে করি।’

বিশ্বকাপে সাইফউদ্দিনের সাথে প্রতিযোগিতা হয়েছিল পেসার তানজিম হাসান সাকিবের। শেষ মুহূর্তে নির্বাচকরা বেছে নেন সাকিবকে। তরুণ এই পেসার বল হাতে আলো কেড়েছেন টুর্নামেন্ট জুড়ে। বিষয়টাকে সাইফউদ্দিন দেখছেন ইতিবাচকভাবে।

তিনি বলেন, ‘প্রতিযোগিতার তো শেষ নেই। চেষ্টা করব আরো ভালো করার। অবশ্যই আমি তাকে (তানজিম) শুভকামনা জানাই। তানজিম সাকিব অসাধারণ খেলেছে। আমার সে কলিগ, আবাহনীতে আমরা একসঙ্গে খেলেছি। ক্রিকেটারদের কেউ ভালো খেলবে, কেউ খারাপ খেলবে। এটা নিয়ে খুব বেশি চিন্তা না করে কীভাবে আরও ভালো কিছু করা যায় সেটি চেষ্টা করব।’

Leave a Comment