বিসিএসে আমার ফার্স্ট চয়েস ছিল প্রশাসন ক্যাডার। এ থেকেই বেশি প্রশ্ন করেছিলেন ভাইভা বোর্ডের সদস্যরা। সাধারণত ফার্স্ট চয়েস এবং সেকেন্ড চয়েস থেকেই প্রশ্ন করা হয়। প্রতিটি ক্যাডারেরই কিছু টেকনিক্যাল টার্ম থাকে। যেমন প্রশাসন ক্যাডারের বেলায় প্রশাসনের স্তর সম্পর্কে জানতে চাইতে পারে। পুলিশ ক্যাডারের বেলায় জিজ্ঞেস করতে পারে পিআরবি, আইজিপি কী? …
Read More »