সন্তানের ভালোর জন্য একজন পিতা সব করতে পারেন। চেষ্টা করেন বাবা হিসেবে সব দায়িত্ব পালন করতে। হোক সেটা নিজের শেষ সম্বল বিক্রি করে। আবারো এমন একটি উদাহরণ আমাদের সামনে এসে হাজির। ছেলের অনলাইন ক্লাসের জন্য নিজের শেষ সম্বল গরু বিক্রি করে স্মার্টফোন কিনে দিলেন এক বাবা।
ভারতের হিমাচল প্রদেশের জ্বালামুখীর গুমার গ্রামে ঘটনাটি ঘটেছে। গরু বিক্রি করে দেয়া ওই ব্যক্তির নাম কুলদীপ কুমার। কুলদীপের দুই সন্তানের মধ্যে অন্নু পড়ে চতুর্থ শ্রেণিতে আর দিপ্পু দ্বিতীয় শ্রেণিতে। ছেলেদের পড়ালেখা চলমান রাখতে তার কাছে বিক্রি করার মতো আর কিছুই ছিল না।
গরুটির দুধ বিক্রি করেই সংসার চলতো কুলদীপের। কিন্তু তার থেকেও জরুরি সন্তানদের লেখাপড়া। অনেক চেষ্টা করেও স্মার্টফোনের টাকা জোগাড় করা যায়নি। তাই দুই সন্তান অন্নু আর দীপ্পুর লেখাপড়া চালিয়ে যেতে ছয় হাজার রুপিতে বিক্রি করে দিলেন গরু।
গরু
কুলদীপ কুমার বলেন, আমি সন্তানদের পড়াশোনা শেখাতে চেয়েছি। মাত্র একটা স্মার্টফোনের জন্য তাদের পড়াশোনা মাঝপথে বন্ধ হয়ে যাবে, তা হতে পারে না। তাই নিজের শেষ সম্বলটুকু বিক্রি করে দিয়েছি।
তবে জ্বালামুখীর বিধায়ক রমেশ ধাওয়ালা কুলদীপের দুরাবস্থা জানার পর এগিয়ে এসেছেন। আর্থিক সাহায্য করার জন্য বিডিও এবং এসডিএমকে নির্দেশ দিয়েছেন।