দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন ভাতা আগামী জানুয়ারী থেকে ইলেক্ট্রনিক ফান্ড ট্রান্সফারের মাধ্যমে পরিশোধের উদ্দ্যোগ নেওয়া হয়েছে। সে লক্ষ্যে আইবাস প্লাস প্লাস সফটওয়ারে ডাটাবেজ তৈরী করা আবশ্যক।শিক্ষকদের ডাটাবেজ তৈরীর ক্ষেত্রে কিছু পদ্ধতি অনুসরন করতে হবে।
গতকাল প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এসংক্রান্ত একটি নির্দেশনা প্রকাশ করে। এতে দেশের সকল উপজেলা/থানা শিক্ষা কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যাবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়।
নির্দেশনায় বলা হয়, উপজেলান/থানা শিক্ষা অফিস ক্লাস্টার ভিত্তিক শিক্ষকদের শিক্ষকদের তথ্য পুরনে সবাইকে অবহিত করতে হবে। উপজেলা/থানা শিক্ষা অফিসারের তত্ত্বাবধানে টিম গঠন করে ডাটা এন্ট্রি কার্যক্রমে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে হবে।
যেসব কাগজ পত্র গুলো প্রয়োজন হবেঃ
১) জাতীয় পরিচয় পত্রের ফটোকপি।
২)এসএসসি পাশের সার্টিফিকেটের ফটোকপি।
৩) শিক্ষককের ব্যাংক হিসাবের চেক বইয়ের ফটোকপি।
৪) স্বামী/ স্ত্রীর জাতীয় পরিচয় পত্রের ফটোকপি।
৫) সন্তানের জন্ম নিবন্ধন সনদ বা জাতীয় পরিচয় পত্রে ফটোকপি সন্তান প্রতিবন্ধি হলে সমাজসেবা অধিদপ্তরের সার্টিফিকেট।
৬) ঋন সংক্রান্ত তথ্য
৭) উচ্চতর গ্রেড সংক্রান্ত তথ্য
৮) বার্ষিক বর্ধিত বেতন নির্ধারনের ফটোকপি
৯) ভিফিএফ এর তথ্য
১০) ব্যাংক সংক্রান্ত তথ্য
এসব তথ্য সংগ্রহ করে স্বাক্ষর সহ শিক্ষক থেকে জমা নিতে হবে। সংযুক্ত তথ্য যাচাই করে আইবাস প্লাস প্লাস সফটওয়্যারে এন্ট্রি প্রকৃয়া শেষ করতে হবে।