নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে হিন্দুকুশ হিমালয় (এইচকেএইচ) অঞ্চলের আটটি আঞ্চলিক সদস্য দেশ নিয়ে গঠিত সংস্থা ইন্টারন্যাশনাল সেন্টার ফর ইন্টিগ্রেটেড মাউন্টেন ডেভেলপমেন্ট (আইসিআইএমওডি)। সংস্থাটি এনভায়রনমেন্টাল ইকোনমিস্ট পদে কর্মী নিয়োগ দেবে। বাংলাদেশি প্রার্থীরাও আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
পদের নাম: এনভায়রনমেন্টাল ইকোনমিস্ট
যোগ্যতা: অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি থাকতে হবে। এনভায়রমেন্টাল ইকোনমিকসে গবেষণা ও শিক্ষকতায় অন্তত পাঁচ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এনভায়রমেন্টাল ইকোনমিকসে গবেষণা ও উচ্চ র্যাঙ্কের কোনো জার্নালে প্রকাশনা থাকতে হবে। ইংরেজি ভাষায় লেখা ও যোগাযোগে সাবলীল হতে হবে। স্ট্যাটিসটিক্যাল সফটওয়্যার বিশেষ করে এসটিএটিএ/আর–এর কাজ জানতে হবে। স্ট্যাটিসটিকস, ইকোনমেট্রিকস, মাইক্রোইকোনমিকস ও এনভায়রনমেন্টাল ইকোনমিকসে শিক্ষা দানের অভিজ্ঞতা থাকতে হবে। দেশের বাইরে ভ্রমণের মানসিকতা থাকতে হবে।
চাকরির ধরন: চুক্তিভিত্তিক (নবায়নযোগ্য)
আরও পড়ুন: কারিতাস বাংলাদেশে চাকরির সুযোগ, আবেদন করুন দ্রুত
কর্মস্থল: আইসিআইএমওডি হেড অফিস, কাঠমাণ্ডু, নেপাল।
বেতন: বছরে মোট বেতন ৩৯,৭২৪ মার্কিন ডলার (৪৬ লাখ ৫৭ হাজার ৬৯৫ টাকা প্রায়)।
সুযোগ-সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, সমন্বয় ভাতা, সন্তান/নির্ভরশীল সদস্য ভাতা, স্বাস্থ-জীবন-দুর্ঘটনা বিমা, ১৮ বছরের নিচে অন্তত দুই সন্তানের শিক্ষা ভাতা, সিভিয়ারেন্স পে, ছুটি ও ডে-কেয়ারের সুবিধা আছে।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীদের আইসিআইএমওডির ক্যারিয়ার–সংক্রান্ত ওয়েবসাইটের এই লিংকে লগইন করে আবেদন করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে।
আবেদনের শেষ সময়: ১৪ জুলাই, ২০২৪ (নেপাল সময়)