Breaking News
Home / Onno Rokom / প্রাক্তন প্রেমিকা কৃতির সঙ্গে সুশান্তর ভিডিও ফাঁস

প্রাক্তন প্রেমিকা কৃতির সঙ্গে সুশান্তর ভিডিও ফাঁস

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই দেশটির প্রশাসন নানা ভাবে মৃত্যুর কারণ জানতে তথ্য উপাথ্য খুঁজতেছেন। তারকাসহ বিভিন্ন মানুষের এক একজনের এক এক কথা। এদিকে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে প্রাক্তন প্রেমিকার সাথে সেলিব্রেটের ভিডিও। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর অনেকটা ভেঙে পড়েছেন অভিনেত্রী কৃতি শ্যানন। সুশান্তের শেষকৃত্যেও হাজির হন এই অভিনেত্রী। শুধু তাই নয়, সুশান্ত চলে গেছেন ঠিকই, সেই সঙ্গে তার হৃদয়ের একটি অংশ নিয়ে গেছেন বলেও মন্তব্য করেন এই অভিনেত্রী।

এবার সেই কৃতি শ্যাননের সঙ্গে সুশান্ত সিং রাজপুতের একটি ভিডিও ভাইরাল হল। ভিডিওতে কৃতির সঙ্গে সুশান্তকে ক্রিস্টমাস সেলিব্রেট করতে দেখা যায়। শুধু তাই নয়, সুশান্ত সিং রাজপুত এবং কৃতি শ্যাননের মুখেও দেখা যায় তৃপ্তির হাসি। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের সামনে আসার পরই তা ভাইরাল হয়ে যায়।

উল্লেখ্য, ভারতের স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, অঙ্কিতা লোখন্ডের সঙ্গে বিচ্ছেদর পর কৃতি শ্যাননের সঙ্গে সম্পর্কে জড়ান সুশান্ত সিং রাজপুত। তবে কৃতির সঙ্গে রবতা’র পর সুশান্তের বিচ্ছেদ হয়ে যায় বলেও শোনা যায়। তাহলে কী কারণে কৃতির সঙ্গে সুশান্তের বিচ্ছেদ হয়? সে বিষয়ে কিছু জানা না গেলেও, প্রাক্তনের মৃত্যুতে মুষড়ে পড়েন এই অভিনেত্রী।

About pressroom

Check Also

ম’য়’মন’সিং’হে ৩ হি’ন্দু যু’বকের ই’সলাম গ্রহন

ইসলাম শিক্ষা দেয় যে আল্লাহ দয়ালু, করুনাময়, এক ও অদ্বিতীয়। ইসলাম মানব জাতিকে সঠিক পথ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Powered by keepvid themefull earn money