ভারতকে জবাব দেবেন কী, স্টাম্পই সামলাতে পারছেন না বাংলাদেশের ব্যাটসম্যানরা

চেন্নাই টেস্টের দ্বিতীয় দিনের প্রথম এক ঘণ্টা বাংলাদেশের বোলাররা যেন প্রথম দিনের স্মৃতি ফিরিয়ে আনল। দিনের শুরুতেই অশ্বিন-জাদেজার ১৯৯ রানের জুটি ভেঙে বাংলাদেশকে ম্যাচে ফেরান তাসকিন আহমেদ। আগের দিনের ৩৩৯ রানের পর আর মাত্র ৩৭ রান যোগ করতেই গুটিয়ে যায় ভারত। স্বাগতিকদের ৩৭৬ রানের জবাবে ব্যাট করতে নেমে প্রথম সেশনের শেষ দিকে দাঁড়াতেই পারেনি বাংলাদেশ। মধ্যাহ্ন বিরতিতে যাওয়ার আগে ২৬ রান তুলতেই ৩ উইকেট হারিয়ে চাপে সফরকারীরা।

হাসান-তাসকিনদের দাপুটে বোলিংয়ের জবাব দিতে গিয়ে সাদমান-জাকিররা স্টাম্পই সামলাতে পারছেন না। দলীয় ২ রানেই প্রথম ওভারে যশপ্রীত বুমরার বলে বোল্ড হন ওপেনার সাদমান ইসলাম (৬ বলে ২ রান)।

ইনিংসের প্রথম ওভারে সাদমান ফিরে যাওয়ার পর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও জাকির হাসান দলের হাল ধরেন। কিন্তু আকাশ দীপের বলে ইনিংসের নবম ওভারে সাদমান ইসলামের মতোই বোল্ড হন আরেক ওপেনার জাকির হাসান (২২ বলে ৩রান)।

দলীয় ২২ রানে ২ উইকেট হারানো বাংলাদেশ দলকে আরও বিপদে ফেলে সাজঘরের পথ ধরেন মুমিনুল হক। ক্রিজে নেমে প্রথম বলেই গোল্ডেন ডাক দিয়ে দুই ওপেনারের মতো বোল্ড হয়ে ফিরেন।

মধ্যাহ্ন বিরতিতে যাওয়ার আগে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ২৬ রান। ক্রিজে আছেন মুশফিকুর রহিম ও নাজমুল হোসেন শান্ত।

Leave a Comment