ঘুম থেকে চিরঘুমে স্কুলছাত্রী

চট্টগ্রামের পটিয়ায় ভারী বৃষ্টিতে মাটির ঘরের দেয়াল ধসে ঘুমন্ত অবস্থায় তাহমিদা মান্নান নিঝুম নামে আট বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার সকাল ৭টার দিকে উপজেলার ছনহরা ইউনিয়নের আলমদার পাড়া গ্রামের মাঝের বাড়িতে এ ঘটনা ঘটে। শিশু নিঝুম ঐ এলাকার আবদুল মান্নানের মেয়ে। স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণিতে পড়ত সে।

স্থানীয়রা জানান, ভারী বৃষ্টিতে পার্শ্ববর্তী আমিনুল হকের গুদাম ঘর ভেঙে আবদুল মান্নান ঘরের দেয়ালে পড়ে। এতে পুরো ঘরটি ভেঙে যায় এবং ঘুমন্ত অবস্থায় মাটি চাপা পড়ে শিশুটির মৃত্যু হয়।

স্থানীয় ইউপি চেয়ারম্যান আবদুর রশীদ দৌলতি বলেন, পুরোনো একটি মাটির ঘরের দেয়াল ধসে এ মর্মান্তিক ঘটনা ঘটে। চারদিনের টানা বর্ষণে পটিয়ার ১৭ ইউনিয়ন ও এক পৌরসভার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।

Leave a Comment