পাসওয়ার্ড দিচ্ছেন না পলক, আইসিটির ফেসবুক-ইউটিউব বন্ধ

বাংলাদেশের আইসিটি বিভাগ বর্তমানে তাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের নিয়ন্ত্রণ ফিরে পেতে কাজ করছে। শেখ হাসিনার সরকারের পতনের পর থেকে এগুলো বন্ধ আছে।

জানা গেছে, সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের কাছে রয়েছে পাসওয়ার্ড, তিনি দিচ্ছেন না তাই আইসিটির ফেসবুক-ইউটিউব বন্ধ রয়েছে।

মঙ্গলবার (২৭ আগস্ট) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব মো. শামসুল আরেফিন বলেন, ‘আইসিটির চ্যানেল ও পেজ সাবেক তথ্য

ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও তার ঘনিষ্ঠজনরা পরিচালনা ও নিয়ন্ত্রণ করতেন। আমরা এখন এগুলোর উদ্ধারের চেষ্টা করছি।’

এর আগে গত ১৪ আগস্ট জুনাইদ আহমেদ পলককে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

Leave a Comment