১৬ বছর কি দেশের বাইরে ছিলেন, কোনো বিদ্রোহী আওয়াজ পাইনি, প্রশ্ন তমা মির্জার

সাধারণ শিক্ষার্থী ও মানুষের রোষানলে পড়ে গত ৫ আগস্ট ক্ষমতা ছেড়ে দেশ থেকে পালিয়ে যান শেখ হাসিনা। তার দেশ ত্যাগের খবর প্রকাশ্যে আসার পরই আওয়ামী লীগ এবং দলটির সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও দেশ ছাড়তে ঔদ্ধত্য হন। কেউ কেউ অবশ্য আত্মগোপনে যান। যদিও ইতোমধ্যে কয়েকজন নেতাকর্মী আটক হয়েছেন।

এদিকে দেশের রাজনৈতিক পটের এমন পরিবর্তনের সঙ্গে সঙ্গে মানুষের মানসিকতায়ও পরিবর্তন এসেছে। সাধারণ মানুষের সঙ্গে শোবিজ ও সংগীত তারাকারাও বৈষম্যবিরোধী আন্দোলনের পক্ষে ছাড়া কোনো ধরনের স্ট্যাটাস বা পোস্ট করলে, তাতে কটুক্তি কিংবা কটাক্ষ করতে ছাড় দিচ্ছেন না নেটিজেনরা।

চিত্রনায়িকা তমা মির্জা বিষয়টি নিয়ে সরব হয়েছেন। সম্প্রতি সোশ্যাল মিডিয়া ফেসবুক ভেরিফায়েড প্রোফাইলে এক স্ট্যাটাসে এ নায়িকা লিখেছেন, ‘যারা আমাদের অনেকের পোস্টে এসে জিজ্ঞাসা করছেন ১৬ বছর কই ছিলা? সঙ্গে আরও যা যা বলছেন, সেটা আপনার পারিবারিক শিক্ষার বহিঃপ্রকাশ।’

‘আচ্ছা, আমার প্রশ্ন এখন এত কথা যে বলছেন, দেশপ্রেম সব মানুষের পোস্টে এসে কমেন্টস করে প্রকাশ করছেন। আপনি নিজে কী ১৬ বছর দেশের বাইরে ছিলেন? না মানে আপনার ফেসবুকে তো পূর্বের ১৬ বছরের কোনো বিদ্রোহী আওয়াজ পাচ্ছি না! যদিও এরমধ্যে ফেক আইডি অগণিত। যাদের কাজ মানুষের আইডিতে গিয়ে বাজে কমেন্টস করা।’

তিনি লিখেছেন, ‘শোনেন, আগে মানবিক হন, আমাদের বীর সাহসী ছাত্রযোদ্ধারা আমাদের জন্য, দেশের জন্য যা করেছে এবং এখনও যা করছে, তা আমি-আপনি করার মতো সাহস ভবিষ্যতে আদৌ হবে কি না জানি না। তাই চাই না বিচ্ছিন্ন কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য তাদেরকে কোনো প্রশ্নের সম্মুখীন হতে হোক, তাদের এখন অনেক দায়িত্ব যেটা তারা সততার সঙ্গে পালন করছে, আর আমার-আপনার দায়িত্ব নিজেদের শুধরানো।’

সবশেষ এ অভিনেত্রী লিখেছেন, ‘পারলে সেটা করেন, না পারলে অন্তত আমার ওয়ালে কমেন্টস করতে আসবেন না। আপনাকে আমি চিনি না, চিনতে চাইও না। আপনার বিকৃত মনমানসিকতা প্রকাশ পায় আপনার সোশ্যাল মিডিয়ার কার্যকলাপে। ধন্যবাদ।’

Leave a Comment