ছবির ধাঁধা : এই দুজন লোকের মধ্যে কে ‘সিঙ্গেল’? উত্তর দিলেই আপনি স্মার্ট

ইন্টারনেটের প্ল্যাটফর্মগুলিতে আজকাল অপটিক্যাল ইলিউশন বা ব্রেন টিজারের পোস্টগুলি হামেশাই ভাইরাল হচ্ছে। অনেকেই রয়েছেন যারা এগুলিকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করেন তবে কম জনই সমাধান করতে সক্ষম হন। এর মাধ্যমে আইকিউ লেভেল কতটা ভালো তা পরীক্ষা করে নেওয়ার একটি দুর্দান্ত উপায়।

এই প্রতিবেদনে তেমনি একটি মজার ধাঁধা নিয়ে আসা হয়েছে যা আপনাকে সমাধান করতে হবে। ছবিতে দেখতে পাচ্ছেন দুজন মানুষ রয়েছে, একজন শেভিং করছে আরেকজন ব্রাশ করছে। আর এই দুজনের মধ্যে কে একা থাকে সেটাই খুঁজে বের করতে হবে। তাহলে কি আপনি এই চ্যালেঞ্জটি গ্রহণ করতে প্রস্তুত?

দাবি করা হয়েছে যারা সঠিক উত্তর দিতে সক্ষম হবেন তাদেরকে জিনিয়াস বললেও ভুল হবেনা এমনকি তাদের বুদ্ধিমত্তার পাশাপাশি দৃষ্টিরও প্রশংসা করতে হবে। কারণ এই ধরনের ধাঁধার সমাধানের জন্য তীক্ষ্ণ দৃষ্টিশক্তির পাশাপাশি বাস্তব জ্ঞান থাকা প্রয়োজন।

মনোবিজ্ঞানীরা বলছেন যে, নিয়মিত ধাঁধা সমাধানের মাধ্যমে আপনি একজন ভালো পর্যবেক্ষক হয়ে উঠতে পারেন। এর ফলে মস্তিষ্কের সংযোগকারী কোষগুলি সক্রিয় হয়ে ওঠে, ফলে যে কোন সিদ্ধান্তকে সহজেই নিতে পারবেন। এগুলি মস্তিষ্কের জন্য ভালো ব্যায়ামও।

আসলে এর মধ্যে এমন কিছু থাকে যার সূত্র ধরেই ধাঁধার সমাধান পাওয়া যায়। তবে এখনো যারা এই ধাঁধার উত্তর খুঁজে পাননি, তাদের জন্য নিচে বিশ্লেষণ করে বুঝিয়ে দেওয়া হলো। ছবিটি প্রথমে মনোযোগ সহকারে দেখুন। একজন দাড়ি কাটছে আর একজন ব্রাশ করছে।

আসলে, যে দাড়ি কাটছে তার কাছে কেবল একটি টুথব্রাশ রয়েছে আর অন্যদিকে যে ব্রাশ করছে তার কাছে আরো একটি টুথব্রাশ রয়েছে। তাহলে, ওই ব্যক্তি একা নয়। সুতরাং, যে দাড়ি কাটছে, সেই সিঙ্গেল মানুষ। আশা করি, পরবর্তীতে এই ধরনের কোনও চ্যালেঞ্জে আপনিও সফল হবেন।

Leave a Comment