সংযুক্ত আরব আমিরাতে বৃত্তি, আইইএলটিএসে দরকার ৬.৫

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) উচ্চশিক্ষা প্রতিষ্ঠান খলিফা বিশ্ববিদ্যালয় বিদেশি শিক্ষার্থীদের জন্য বৃত্তি দিচ্ছে। দেশটির আমির খলিফা বিন জায়েদ আল নাহিয়ান ২০০৭ সালে শারজায় খলিফা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন। যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা ও গবেষণাপ্রতিষ্ঠান কোয়াককোয়ারেলি সায়মন্ডস (কিউএস) র‍্যাঙ্কিংয়ে দেশটির বিশ্ববিদ্যালয়গুলো ভালো অবস্থানে আছে। ২০২৩ সালে খলিফা বিশ্ববিদ্যালয় আছে ১৮১ র‍্যাঙ্কিংয়ে।

বিশ্ববিদ্যালয়টিতে বিদেশি ও দেশি শিক্ষার্থীদের জন্য ফুল ফান্ডেড বৃত্তি আছে। সম্পূর্ণ বিনা মূল্যে স্নাতকোত্তর ও পিএইচডি প্রোগ্রামের সুযোগ আছে খলিফা বিশ্ববিদ্যালয়ের বৃত্তিতে। ২০২৪ সালের জন্য এ বৃত্তি দেবে বিশ্ববিদ্যালয়টি। বাংলাদেশি শিক্ষার্থীরাও এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।

খলিফা বিশ্ববিদ্যালয়ে পাবলিক রিসার্চ বিশ্ববিদ্যালয়টির এ বৃত্তির আওতায় শিক্ষার্থীরা সম্পূর্ণ টিউশন ফি মওকুফ পাবেন। এ ছাড়া আবাসন খরচ, বিমানে যাতায়াতের খরচসহ নানা সুযোগ-সুবিধাও আছে।

খলিফা বিশ্ববিদ্যালয়ের বৃত্তির সুযোগ-সুবিধাঃ 
*সম্পূর্ণ বিনা বেতনে পড়াশোনার সুযোগ
*মাসে মাসে উপবৃত্তি
*স্বাস্থ্য ভাতা
*গবেষণা ভাতা
*আবাসন–সুবিধা
*যাতায়াতের জন্য বিমানভাড়া
*ভিসা আবেদনের ফি

কি কি যোগ্যতা দরকারঃ 
*স্নাতকোত্তরের জন্য স্নাতক এবং পিএইচডির জন্য স্নাতকোত্তর ডিগ্রিধারী থাকতে হবে
*একাডেমিক ফলাফল ভালো থাকতে হবে
*ইংরেজি ভাষায় দক্ষতা থাকতে হবে। আইইএলটিএসে স্কোর থাকতে হবে ৬ দশমিক ৫
*স্যাট–এ স্কোর ১৫৫০
*টোয়েফলে (ইন্টারনেট–বেসড টেস্ট) স্কোর ৯১
*স্টেটমেন্ট অব পারপাস–এসওপি (৫০০ থেকে ১০০০ শব্দ)
*বিশ্ববিদ্যালয়ে ভর্তির সব প্রয়োজনীয়তা পূরণ করতে হবে
*রেফারেন্স লেটার দুটি
*ইংরেজি ভাষা দক্ষতার সনদ

আবেদন শেষ তারিখ: ২০২৩-২৪ শিক্ষাবর্ষের খলিফা বৃত্তির আবেদনের শেষ সময় আগামী ৩০ এপ্রিল।

আবেদনপ্রক্রিয়া—
আগ্রহীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের পদ্ধতি, আবেদনের বিস্তারিত জানতে লিংকে ক্লিক করতে পারেন

Leave a Comment