Breaking News
Home / News Line / যে নারী থেকে করোনা পজিটিভ ট্রাম্প

যে নারী থেকে করোনা পজিটিভ ট্রাম্প

বৈশ্বিক প্রাণঘাতী করোনাভাইরাস (কোভিড-১৯) পজিটিভ (আক্রান্ত) হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। আক্রান্ত হওয়ার বিষয়টি শুক্রবার ট্রাম্প নিজেই নিশ্চিত করেছেন। পাশাপাশি করোনা মুক্তির বিষয়ে নিজের দৃঢ় মনোবলের কথা ব্যক্ত করেন তিনি।

সকালে এক টুইট বার্তায় ট্রাম্প জানান, “কোভিড-১৯ পরীক্ষায় আমি ও ফার্স্ট লেডি মেলানিয়া পজিটিভ হয়েছি। আমরা তাৎক্ষণিকভাবে কোয়ারেন্টাইন এবং সুস্থ হওয়ার প্রক্রিয়া শুরু করতে যাচ্ছি। আমরা একসঙ্গেই এটাকে জয় করব।” খবর সিএনএন ও দ্য গার্ডিয়ানের।

যে নারীর মাধ্যমে সংক্রমিত হলেন ট্রাম্প
ট্রাম্প ও তার স্ত্রী মেলানিয়ার আগে করোনায় আক্রান্ত হন ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ উপদেষ্টাদের একজন। তার নাম হোপ হিকস। তিনি একজন নারী।

বিবিসি জানায়, আসন্ন মার্কিন নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার টিভি বিতর্কে অংশ নিয়েছিলেন ট্রাম্প। তার সঙ্গে এয়ার ফোর্স ওয়ানে করে ওহিওতে গিয়েছিলেন উপদেষ্টা হিকস। এমনকি বুধবারে হেলিকপ্টার মেরিন ওয়ানে চড়তেও ট্রাম্পের সঙ্গে ছিলেন ৩১ বছর বয়সী ওই নারী।

মঙ্গলবারে ট্রাম্পের সঙ্গে এয়ার ফোর্স ওয়ানে চড়ার সময় মুখে মাস্ক ছিল না হিকসের। সেসময়ের তোলা ছবিতেই বিষয়টি স্পষ্ট হয়। একদিন পর মিনেসোটায় মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে একটি নির্বাচনী সমাবেশও অংশ নেন হিকস।

সেখান থেকে ফিরেই করোনা পজিটিভ হন ওই নারী উপদেষ্টা। এরপরই করোনা পরীক্ষা ট্রাম্প ও তার স্ত্রী মেলানিয়ার। তারা পজিটিভ হিসেবে শনাক্ত হন।

About pressroom

Check Also

পা ছাড়াই সুপারমডেল, মাসিক আয় ৬০,০০০ ডলার

জন্ম থেকে দুই পা নেই তার। তবু থেমে থাকতে চাননি তিনি। এই চলতে চাওয়ার ইচ্ছা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Powered by keepvid themefull earn money