আগস্ট মাস ও পবিত্র ঈদুল আজহা সামনে রেখে দেশজুড়ে নিরাপ’ত্তা বাড়িয়েছে পু’লিশ বাহিনী। দেশের বিভিন্ন স্থানের উপাসনালয়গু’লোতে মোতায়েন করা হয়েছে অ’তিরিক্ত সদস্য।
পু’লিশের সব ইউনিট’কে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে যথাযথ নিরাপ’ত্তামূলক ব্যবস্থা গ্রহণ করে চিঠি দেয়া হয়েছে।
আইনশৃঙ্খলাবাহিনী বলছে, বিমানবন্দর, দূতাবাস বিশেষ করে যু’ক্তরাষ্ট্র, ভা’রত, মিয়ানমা’রের দূতাবাস ভবন বা বিশেষ ব্যক্তি অথবা শিয়া-আহম’দিয়া উপাসনালয়, মাজার কেন্দ্রিক ম’সজিদ, চার্চ, প্যাগোডা, মন্দির টার্গেট করা ‘হতে পারে।
হা’মলার দিন-তারিখ না উল্লেখ থাকলেও চিঠিতে সময়কাল ধ’রা হয়েছে, সকাল ৬-৭টা অথবা সন্ধ্যা ৭-১০টা। হা’মলাকারীর বয়স ১৫-৩০ বছরের মধ্যে ‘হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
পুলিশ
কাউন্টার টেররিজমের ইউনিট প্রধান মনিরুল ইস’লাম বলেন, এসব উৎসবের সময়ে জ’ঙ্গিরা আগ্রাসী হয়ে ওঠে। তাই আম’র’া বাড়তি সতর্কতা নিয়ে রাখছি।