গম চাষে পা’কিস্তানের বেশ নাম রয়েছে। সে দেশে এমন দুরাবস্থা! পা’কিস্তানে এখন আটার দাম আকাশছোঁয়া। নিজের দেশে কালোবাজারির জন্য পা’কিস্তান সরকার বিদেশ থেকে আটা আম’দানি করতে বাধ্য হচ্ছে।
পা’কিস্তানের প্রথম সারির সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হচ্ছে, তাদের দেশে এখন এক কেজি আটার দাম ৫৪ টাকা। তবে এটা করাচির বিভিন্ন বাজারের দাম। পাঞ্জাবসহ অন্য প্রদেশে এক কেজি আটা ৬০-৬৫ টাকাতেও বিক্রি হচ্ছে।করোনাভাই’রাস মহামা’রি আকারে ছড়িয়ে যাওয়ার আগে থেকেই পা’কিস্তানে আর্থিক মন্দা চলছে। সে দেশের বহু মানুষ দারিদ্র সীমা’র নিচে বসবাস করছেন। বেকারত্ব বেড়েছে রেকর্ড হারে।