স্ত্রীর ছোটবোন সদ্য বিবাহিতা শ্যালিকাকে নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে প্রভাষক দুলাভাইয়ের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে রবিবার (১৬ আগস্ট) কুড়িগ্রামের উলিপুরে কিশোরপুর গ্রামে। এ ঘটনায় মেয়ের বাবা ওই দিন রাতে থানায় সাধারন ডায়েরি করেছেন।পরিবারের অভিযোগ সূত্রে জানা গেছে, প্রায় ৮ বছর আগে উপজেলার গুনাইগাছ ইউনিয়নের রামধন দলবাড়ির পাড় গ্রামের ফুল সরকারের পুত্র আনারুল ইসলাম
(৩৫) এর সাথে একই উপজেলার থেতরাই ইউনিয়নের কিশোরপুর (নাটির খামার) গ্রামের মহিউদ্দিনের কন্যা লাইলী বেগমের বিয়ে হয়। তাদের ঘরে একটি পাঁচ বছরের কন্যা সন্তান রয়েছে। আনারুল ইসলাম মাঝেমধ্যেই শ্বশুর বাড়িতে যাতায়াত করতো। এ সময় শ্যালিকা ছালমা আক্তার রুমির (২২) সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন দুলাভাই আনারুল ইসলাম।
এদিকে প্রায় দেড় মাস আগে একই ইউনিয়নের হোকডাঙ্গা দালারপাড়া গ্রামের আবু তালেব ব্যাপারীর পুত্র রেজাউল করিম দুখুর সাথে ছালমা আক্তার রুমির বিবাহ হয়। এরপর গত এক সপ্তাহ আগে ছালমা তার বাবারবাড়ি আসেন। সেখানে অবস্থান করা কালীন রবিবার (১৬ আগস্ট)
বিকেলে দুলাভাই তার বিবাহিতা শ্যালিকাকে নিয়ে বাড়ি থেকে পালিয়ে যান। এ ঘটনায় মেয়ের বাবা মহিউদ্দিন ওই দিন রাতে থানায় সাধারন ডায়েরী করেছেন।স্ত্রী-সন্তানকে রেখে শ্যালিকাকে নিয়ে দুলাভাই উধাও হওয়ার ঘটনা ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যর সৃষ্টি হয়। শ্যালিকাকে নিয়ে উধাও হওয়া আনারুল ইসলাম গুনাইগাছ মহাবিদ্যালয়ের প্রভাষক পদে কর্মরত আছেন।মেয়ের বাবা মহিউদ্দিন অভিযোগ করে বলেন, ‘প্রায়
সাড়ে তিন লাখ টাকা ও দুই ভরি স্বর্ণালংকারসহ বড় জামাতা আনারুল ইসলাম আমার ছোট মেয়ে সদ্য বিবাহিত ছালমা আক্তার রুমিকে নিয়ে পালিয়ে যায়।’ তিনি আরও বলেন, ‘এ ঘটনায় আমার দুই মেয়ের সংসার জীবন অনিশ্চিত পড়েছে।ঘটনার তদন্তকারী কর্মকর্তা উলিপুর থানার এসআই রাসেল জানান, এ ঘটনায় জিডি হয়েছে। মেয়েটিকে উদ্ধারের চেষ্টা চলছে।