পলিটেকনিক ইনস্টিটিউটের জুনিয়র ইনস্ট্রাক্টর পদের মৌখিক পরীক্ষার তারিখ প্রকাশ

শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অধীন কারিগরি শিক্ষা অধিদপ্তরের বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউট/টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের দশম গ্রেডভুক্ত ‘জুনিয়র ইনস্ট্রাক্টর (টেক)’ পদের মৌখিক পরীক্ষার তারিখ প্রকাশ করা হয়েছে।

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউট/টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ১৩ ক্যাটাগরি পদের মৌখিক পরীক্ষা ২৪ মার্চ থেকে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত অনুষ্ঠিত হবে। মোট ১৫ কর্মদিবসে প্রতিদিন সকাল ১০টায় বাংলাদেশ সরকারি কর্ম কমিশন ভবন, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকায় পরীক্ষা এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এই নিয়োগ বিজ্ঞপ্তির জুনিয়র ইনস্ট্রাক্টর (টেক/গ্রাফিক ডিজাইন) ও জুনিয়র ইনস্ট্রাক্টর (টেক) ও ফিজিক্যাল এডুকেশন ইনস্ট্রাক্টর পদের যোগ্য ও অযোগ্য প্রার্থীদের তালিকা এবং মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি পরবর্তীতে জানানো হবে।

Leave a Comment