সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে করো’না’ভাইরাস থে’কে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে আবু হুরায়রা নামে সাত মাস বয়সের এক শিশু। এছা’ড়া শি’শুটির বাবা ফজ’লে রাব্বীও করো’নামু’ক্ত হন। এক’ইসঙ্গে বাবা-ছেলে সুস্থ হওয়া’য় খুশি প’রিবা’রের অন্য সদস্যরা।
শুক্রবার নমুনা পরী’ক্ষায় দ্বিতীয়বা’রের মতো নেগে’টিভ রিপোর্ট আসায় উপ’জেলা স্বাস্থ্য কমপ্লে’ক্স থেকে তাদের ছা’ড়পত্র দেয়া হয়।
করো’না’জয়ী ফজলে রাব্বী বলেন, প্রথমে আমার ভাই এহ’সান রাব্বী করোনায় আক্রান্ত হন। পরে পরি’বারের সব সদস্য উপজে”লা স্বাস্থ্য কমপ্লে’ক্সে নমুনা দেই। এতে আমি, আমার সন্তান ও শ্যালিকার ক’রো’না পজিটিভ ধরা পড়ে।
তিনি বলেন, ক’রো’না পজিটিভ’ আসার পর আমরা হোম আ’ইসো’লেশনে থাকি। আমাদের কারো কোনো উ’পসর্গ ছিল না। তবে আ’বু হুরায়’রাকে নিয়ে বেশি চি’ন্তিত ছিলাম। আল্লাহর অশেষ রহমতে আ’মরা একসঙ্গে ক’রোনা থেকে সুস্থ হয়েছি।
করোনা
ফজলে রাব্বী আরো বলেন, ক’রো’নায় আ’ক্রান্ত হও’য়ার পর আত্মীয়-স্বজন, প্রতি’বেশীসহ অনেকেই আমাদের সহায়’তা করেছেন। এছাড়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আমা’দের খোঁজ’খবর নিয়ে’ছেন। তাই সবার প্রতি কৃত’জ্ঞ।
উপ’জেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ রুমী বলেন, প্রথমে শিশুটির চাচা ক’রো’নায় আ’ক্রা’ন্ত হন। পরে ১৩ জুন পরি’বারের সবার নমুনা প’রীক্ষা করা হলে আবু হুরায়রা, তার বাবা ও খালার করো’না প’জিটিভ আসে। এরপর তাদের হোম আই’সোলে’শনে রাখা হয়। শি’শুটির ফলো’আপ নমুনা আমি সংগ্রহ করি। পর’বর্তীতে আবু হুরা’য়রা ও তার বাবার করো’না ফলা’ফল নেগে’টিভ আসে।