যশোরের কেশবপুর থেকে ৩৮ তম বিসিএসে উত্তীর্ণ হওয়া ১২ জন মেধাবীকে রবিবার প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। বিসিএসে বিভিন্ন ক্যাডারে ১২ জন সুপারিশপ্রাপ্ত হওয়ায় তাদের নিয়ে কেশবপুর জুড়ে আনন্দের ছোঁয়া বয়ে চলেছে। মেধাবীদের ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন প্রেসক্লাব নেতৃবৃন্দ। বিভিন্ন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত কেশবপুরের ১২ মেধাবীরা
হলেন, ট্যাক্সেসান (কর) ক্যাডারে সহকারী কমিশনার পদে উপজেলার গৌরীঘোনা ইউনিয়নের ভেরচী গ্রামের মঞ্জুরুল আলম রাসেল, একই ইউনিয়নের গৌরীঘোনা গ্রামের পুলিশ ক্যাডারে সহকারী পুলিশ সুপার (এএসপি) পদে মিঠুন কুমার কুন্ডু, প্রশাসন ক্যাডারে সহকারী কমিশনার পদে উপজেলা পাড়ার শারমিন আক্তার রিমা, একই এলাকার ফরেস্ট (বন) ক্যাডারে সহকারী বন
সংরক্ষক পদে শামীম রেজা, কৃষি ক্যাডারে কৃষি সম্প্রসারণ কর্মকর্তা পদে সাতবাড়িয়া ইউনিয়নের কোমরপোল গ্রামের আসাদুজ্জামান, স্বাস্থ্য কৃষি ক্যাডারে সহকারী সার্জন পদে সদর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের ডাক্তার তুহিন পারভেজ, স্বাস্থ্য ক্যাডারে সহকারি সার্জন পদে মাইকেল মোড়ের ডাক্তার রুকাইয়া হোসেন পলি, শিক্ষা ক্যাডারে টুম্পা সাহা, আবুল কালাম,
রোকনুজ্জামান রোকন, রবিউল ইসলাম ও বুলবুল আহমেদ রিয়াদ। কেশবপুর প্রেসক্লাবের হলরুমে রবিবার দুপুরে প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোতাহার হোসাইনের সঞ্চালনায় শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে আলোচনা করেন, গ্রন্থাগার সম্পাদক শাহীনুর ইসলাম, সদস্য নুরুল ইসলাম খান, আব্দুল মোমিন, আব্দুল্লাহ আল
ফুয়াদ, সোহেল পারভেজ, রমেশ চন্দ্র দত্ত, কামরুজ্জামান রাজু, মেহেদী হাসান জাহিদ, উদয় শংকর সিংহ ও আব্দুল্লাহ আল মামুন, বিসিএস ক্যাডারদের পক্ষে বক্তব্য রাখেন, সহকারি কমিশনার (কর) সুপারিশপ্রাপ্ত মনজুরুল আলম রাসেল। শুভেচ্ছা বিনিময়ের শুরুতেই প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান ও সাধারণ সম্পাদক মোতাহার হোসাইন বিসিএস পরীক্ষার চুড়ান্ত ফলাফলে উত্তীর্ণ হওয়া এই সকল মেধাবীদের ফুলেল শুভেচ্ছা জানান। তথ্যসূত্রঃ কালেরকন্ঠ