(যারা ম্যাথ পারেন তারা প্লিজ ১০০ হাত দূরে থাকুন )
বিশ্বাস করুন আর না করুন ৩৫-৩৮ বিসিএস পর্যন্ত আমি ১৮৫ নাম্বারের পরীক্ষা দিয়েছি।
আল্লাহর অশেষ কৃপায় কোন প্রিলিতে বাদ পড়িনি।
আমি জানতাম ১৫ ম্যাথের মধ্যে না পারলেও আমি ৫/৬ টা পেরে যাব। তাই হয়েছে।
ক্যাডার হতে চান?
শর্টকাট ম্যাথ নয় লিখিতের প্রস্তুতি নিয়ে ম্যাথ করুন।
ধরুন আপনি ম্যাথ পারেন না। নো টেনশন। প্রিলি ম্যাথে সময় দিয়ে সময় নষ্ট করবেন না। আর কিছু বিসিএস প্রার্থী রয়েছেন যাদের ধরে বেঁধে ম্যাথের বই গিলে খাওয়ালেও ম্যাথ পারবেন না। তাদের জন্যই এই পোস্ট।
সাপোজ, আপনি ম্যাথ পারেন না। প্লিজ, ম্যাথের বইয়ে মাথা গুজে সময় এবং মাথা কোনটাই নষ্ট করবেন না। অন্য ১৮৫ নাম্বারে মনযোগ দিন। কারন প্রত্যেক প্রশ্নের জন্য আপনি ১ ই পাবেন। ম্যাথের ১ সঠিক উত্তরের জন্য ২ কিন্তু পাওয়ার সুযোগ নেই। অন্য বিষয়ে ম্যাথের সমটা ঢেলে দিন।
আপনার দরকার প্রিলিতে ১২৫/১৩০!
আর লিখিত!
প্রিলি পাস করার পর ৯ম ১০ম শ্রেণীর বইটা ৩/৪ মাস প্রাইভেট পড়ে নিন। অথবা ছোট ভাই বোনের কাছে প্রাইভেট পড়ে নিন।
অথবা যে ম্যাথ পারে তাকে নিয়ে গ্রুপ স্টাডি করুন।
তাও না পারলে কি আর করা টাডা মুখস্থ করে ফেলুন আর প্র্যাক্টিস করুন। আমার ধারনা আপনি অন্তত ৫/৭ দিনে প্র্যাক্টিস করা ম্যাথগুলো ভুলে যাবেন না। লিখিত পরীক্ষা দিয়ে পরে ম্যাথ সারা জীবনের জন্য ভুলে যান। ভাইরে ক্যাডার হতে হলে একটু তো কষ্ট করতেই হবে।
উল্লেখ্যঃ এটা আমার ট্যাকনিক আমি নিজেও ম্যাথ পারিনা, আমি লিখিততে ম্যাথে পেয়েছি মাত্র ২৬!!! যারা ম্যাথ পারেন তারা প্লিজ ১০০ হাত দূরে থাকুন।
আপনার টার্গেট থাকবে ৫০ এর মধ্যে ৩০/৩৫!
২০/২৫ পাবেন ইনশাআল্লাহ।।
৩৫ বিসিএসে আমার এক কাছের ছোট ভাই লিখিত ম্যাথে ১৫ পেয়ে এডমিন এ সম্ভবত ৩৯তম হয়েছে।
৩৬ বিসিএস এ ৪/৫ জনকে চিনি যাদের ম্যাথের নাম্বার ৩০ এর নিচে কিন্তু জেনারেল ক্যাডার পেয়েছে। এডুকেশন ১৫/২০ জনের নাম্বার দেখেছি। যাদের ম্যাথের নাম্বার ২০-২৫!
ম্যাথের প্রব্লেম জাতীয় প্রব্লেম। আজ আপনি ম্যাথ পারেন না বলে হতাশায় ভুগছেন তাদের জন্য এই পোস্টটা পাথেয় হবে ইনশাল্লাহ।।
আর বাকি ৮৫০ নাম্বারে ঝাপিয়ে পড়ুন!
আর প্রত্যেক প্রার্থির কোন না কোন স্ট্রং সাইড থাকে। সেটাকে অবহেলা না করে যুদ্ধের জন্য ঝাপিয়ে পড়ুন।।
বিদ্রঃ এই পোস্ট টা শুধু বিসিএস স্বপ্নচারীদের জন্য, অথবা যাদের প্রয়োজন একটা ক্যাডার কিংবা মাথা উচু করে বাঁচার।
গ্রুপের সাথে ই থাকুন।
শুভ কামনায়।
Shakil Al-Amin
৩৬তম বিসিএস শিক্ষা ক্যাডারে কর্মরত।