গ. একটি জেলখানা ঘ. একজন বৈজ্ঞানিক
৫। ইউনেস্কোর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত?
ক. নিউইয়র্ক খ. প্যারিস গ. রোম ঘ. জেনেভা
৬। ডিজআর্মিং ইরাক- গ্রন্থটির রচয়িতা কে?
ক. সালমা রুশদী খ. হ্যান্স ব্লিক্স
গ. কুলদ্বীপ নায়ার ঘ. হিলারি ক্লিনটন
৭। বিশ্বের সবচেয়ে প্রাচীন সভ্যতা কোথায় গড়ে উঠেছিল?
ক. গ্রিসে খ. রোমে গ. ভারতে ঘ. মেসোপটেমিয়ায়
১। জোটনিরপেক্ষ দেশগুলোর প্রথম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
ক. দিল্লি খ. কায়রো গ. বেলগ্রেড ঘ. জাকার্তা
২। পানামা খাল কোন কোন মহাসাগরকে যুক্ত করেছে
ক. আটলান্টিক ও প্রশান্ত মহাসাগর খ. আটলান্টিক ও ভূমধ্যসাগর
গ. ভারত ও প্রশান্ত মহাসাগর ঘ. প্রশান্ত ও ভূমধ্যসাগর
৩। কে লৌহমানবী বলে পরিচিত?
ক. ইন্দিরাগান্ধী খ. শেখ হাসিনা
গ. অং সান সুচি ঘ. মার্গারেট থ্যাচার
৪। আবু গারিব বলতে কি বুঝায়?
ক. একজন বিখ্যাত দার্শনিক
খ. একটি জাদুঘর
৮। লাইন অব কন্ট্রোল বলতে কোন দুটি দেশের সীমান্তবর্তী রেখাকে চিহ্নিত করে?
ক. ভারত ও পাকিস্তান খ. উত্তর ও দক্ষিণ কোরিয়া
গ. ইসরাইল ও জর্ডান ঘ. চীন ও তাইওয়ান
৯। OPEC কবে গঠিত হয়?
ক. ১৯৫৮ সালে খ. ১৯৬০ সালে গ. ১৯৬২ সালে ঘ. ১৯৭২ সালে
১০। জাতিসংঘ কোন বছর প্রতিষ্ঠা হয়?
ক. ১৯৪৫ সালে খ. ১৯৪১ সালে গ. ১৯৪৪ সালে ঘ. ১৯৪৬ সালে
১১। গ্রুপ-৭৭ কোন ধরনের দেশ নিয়ে গঠিত?
ক. উন্নত খ. উন্নয়নশীল গ. অনুন্নত ঘ. উপনিবেশিক
১২। আন্তর্জাতিক আণবিক শক্তি কমিশনের সদর দফতর কোথায় অবস্থিত?
ক. জেনেভায় খ. ভিয়েনায় গ. ওয়াশিংটনে ঘ. ব্রাসেলসে
১৩। ঢাকা পৌরসভা কোন সালে প্রতিষ্ঠিত হয়?
ক. ১৮৬৪ খ. ১৯৬৪ গ. ১৯১৯ ঘ. ১৯০৬
১৪। লালবাগের কেল্লা স্থাপন করেন কে?
ক. শায়েস্তা খান খ. টিপু সুলতান গ. শাহসুজা ঘ. ইসলাম খান
১৫। আন্তর্জাতিক অর্থ তহবিল (IMF) কবে থেকে এর কার্যক্রম শুরু করে?
ক. ১৯৪৫ সাল থেকে খ. ১৯৪৬ সাল থেকে
গ. ১৯৪৭ সাল থেকে ঘ. ১৯৪৮ সাল থেকে
১৬। NATO-কবে প্রতিষ্ঠিত হয়?
ক. ১৯৪৯ সালের ৪ এপ্রিল খ. ১৯৫১ সালের ৪ মে
গ. ১৯৫০ সালের ৪ ফেব্রুয়ারি ঘ. ১৯৪৭ সালের ৪ আগস্ট
১৭। ইয়াল্টা কনফারেন্স কবে অনুষ্ঠিত হয়?
ক. ১৯৩৩ সালে খ. ১৯৪৬ সালে গ. ১৯৪৫ সালে ঘ. ১৯৪৭ সালে
১৮। বান্দুং কোথায় অবস্থিত?
ক. মালয়েশিয়া খ. ইন্দোনেশিয়া গ. ভিয়েতনাম ঘ. থাইল্যান্ড
১৯। কোনটি নিশীথ সূর্যের দেশ নামে পরিচিত?
ক. নরওয়ে খ. ইটালি গ. ব্রাজিল ঘ. কোনটিই নয়
২০। কোন দেশের মহিলারা সর্বপ্রথম ভোটাধিকার লাভ করে?
ক. মার্কিন যুক্তরাষ্ট্র খ. নিউজিল্যান্ড
গ. বাহামা ঘ. সুইজারল্যান্ড
উত্তর : ১। গ ২। ক ৩। ঘ ৪। গ ৫। খ ৬। খ ৭। ঘ ৮। ক ৯। খ ১০। ক ১১। খ ১২। খ ১৩। ক ১৪। ক ১৫। গ ১৬। ক ১৭। গ ১৮। খ ১৯। ক ২০। খ
গ্রন্থনা : তাওফিকুজ্জামান