করিপ্রত্যাশীদের জন্য আসছে আরো একটি বিসিএস। এটি হবে ৪১তম বিসিএস। এই বিসিএসে নেয়া হবে ২ হাজার ১৩৫ জন। ভাবছেন অনেক সময় বাকি তাহলে ভুল করবেন। তুমুল প্রতিযোগিতামূলক এবং স্বপ্নের এই বিসিএসে টিকতে হলে এখন থেকেই নিন জোর প্রস্তুতি।
৪০তম বিসিএসের প্রস্তুতির জন্য আমরা প্রায় ১০০টি মডেল টেস্ট দিয়েছিলাম। সেসব থেকে অনেকে উপকৃত হয়েছেন বলে আমাদের জানিয়েছেন। তারই ধারাবাহিকতায় এই ধারাবাহিক আয়োজন। আশা করি উপকৃত হবেন।
বিজ্ঞান
১. ক্রমহ্রাসমান হারে ওজোনস্তর ক্ষয়কারী উপাদান বিলীনের বিষয়টি কোন চুক্তিতে বলা হয়েছে?
ক. মন্ট্রিল প্রটোকল খ. ক্লোরোফ্লোরো কার্বন চুক্তি
গ. IPCC চুক্তি ঘ. কোনটিই নয়
২. ভূতাত্ত্বিকভাবে বাংলাদেশের সবচেয়ে পুরাতন ভূমিরূপ গঠিত হয়
ক. টারশিয়ারি যুগে খ. প্লাইস্টোসিন যুগে
গ. কোয়াটারনারী যুগে ঘ. সাম্প্রতিক কালে
৩. বাংলাদেশে এফসিডিআই প্রকল্পের উদ্দেশ্য
ক. বন্যা নিয়ন্ত্রন খ. পানি নিষ্কাশন
গ. পানি সেচ ঘ. সবগুলো
৪. বাংলাদেশের জলবায়ু কী ধরনের?
ক. ক্রান্তীয় ও উপক্রান্তীয় জলবায়ু
খ. ক্রান্তীয় মৌসুমি জলবায়ু
গ. উপক্রান্তীয় জলবায়ু
ঘ. আর্দ্র ক্রান্তীয় জলবায়ু
৫. নিচের কোন জেলাতে প্লাইস্টোসিন চত্বর ভূমি রয়েছে?
ক. চাঁদপুর খ. পিরোজপুর গ. মাদারীপুর ঘ. গাজীপুর
৬. আফ্রিকার সাব-সাহারা অঞ্চলকে কী নামে অভিহিত করা হয়?
ক. সাভানা খ. তুন্দ্রা গ. প্রেইরি ঘ. সাহেল
৭. কোনটি জলবায়ুর উপাদান নয়?
ক. উষ্ণতা খ. আর্দ্রতা গ. সমুদ্রস্রোত ঘ. বায়ুপ্রবাহ
৮. নিচের কোন ভৌগলিক এলাকাটি রামসার সাইট হিসেবে স্বীকৃত?
ক. রামসাগর খ. বগা লেক
গ. টাঙ্গুয়ার হাওর ঘ. কাপ্তাই হ্রদ
৯. ’পলল পাখা’ জাতীয় ভুমিরূপ গড়ে উঠে
ক. পাহাড়ের পাদদেশে খ. নদীর নিম্ন অববাহিকায়
গ. নদীর উৎপত্তিস্থলে ঘ. নদী মোহনায়
১০. সেন্দাই ফ্রেমওয়ার্ক ২০১৫-৩০ হচ্ছে একটি
ক. জাপানের উন্নয়ন কৌশল
খ. সুনামি দুযোগর ঝুঁকি হ্রাস কৌশল
গ. দুযোগের ঝুঁকি হ্রাস কৌশল
ঘ. ভূমিকম্পের ঝুঁকি হ্রাস কৌশল
১১. কোনটি জলজ আবহাওয়াজনিত দুযোগ নয়?
ক. ভূমিকম্প খ. ভূমিধস গ. নদীভঙ্গন ঘ. ঘূর্ণিঝড়
১২. কোন গ্যাসটি ড্রাই আইস তৈরিতে ব্যবহার করা হয়?
ক. অক্সিজেন খ. কার্বন ডাই অক্সাইড
গ. সালফার ডাই অক্সাইড ঘ. নাইট্রোজেন ডাই অক্সাইড
১৩. বর্তমান পরিবেশ বান্ধব কোন গ্যাসটি রেফ্রিজারেটরের কস্প্রেসরে ব্যবহার হয়?
ক. টাইক্লোরোটাইফ্লুরো ইথেন খ. টেট্রাফ্লুরো ইথেন
গ. ডাইক্লোরো ডাইফ্লুরো ইথেন ঘ. আর্গন
১৪. ক্যান্সার চিকিৎসায় যে বিকিরণ ব্যবহার করা হয় তা হলো
ক. আলফা রেস খ. বিটা রেস
গ. গামা রেস ঘ. এক্স রেস
১৫. ব্যাকটেরিয়া কোষ এ নিচের কোনটি উপস্থিত?
ক. প্লাসটিড খ. মাইটোকন্ডিয়া
গ. নিউক্লিওলাস ঘ. ক্রোমাটিন বস্তু
১৬. মস্তিষ্কের ডোপামিন তৈরির কোষগুলো নষ্ট হলে কি রোগ হয়?
ক. এপিলেপসি খ. পারকিনসন
গ. প্যারালাইসিস ঘ. থ্রমবোসিন
১৭. নিচের কোন উদ্ভিদ কেবল ম্যানগ্রোভ বনাঞ্চালে দেখা দেয়?
ক. খেজুর পাম খ. সাগু পাম গ. নিপা পাম ঘ. তাল পাম
১৮. বায়ুমন্ডলের কোন স্তরে বজ্রপাত ঘটে?
ক. ট্রপোমন্ডল খ. স্ট্রাটোমন্ডল
গ. মেসোমন্ডল ঘ. তাপমন্ডল
১৯. পৃথিবীর বারিমন্ডলের জলরাশির শতকরা কতভাগ জল ভূগর্ভে ধারণ করে?
ক. ২.০৫% খ. ০.৬৮% গ. ০.০১% ঘ. ০.০০১%
২০. বাণিজ্যিকভাবে মৌমাছি পালনকে কি বলা হয়?
ক. পিসিকালচার খ. এপিকালচার
গ. মেরিকালচার ঘ. সেরিকালচার
উত্তর: ১.ক ২.ক ৩.ঘ ৪.খ ৫.ঘ ৬.ঘ ৭.গ ৮.গ ৯.ক ১০.গ ১১.ক ১২.খ ১৩.খ ১৪.গ ১৫.ঘ ১৬.খ ১৭.গ ১৮.ক ১৯.খ ২০.খ