বিশ্ববিখ্যাত হার্ভার্ড ইউনিভার্সিটিতে চান্স পেয়েছেন ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজের ছাত্রী রাবসা সিকদার। বাংলা মিডিয়ামের ওই ছাত্রী চলতি বছরের ২৬ মার্চ হার্ভার্ডে পড়াশোনার সুযোগ পেয়েছেন।
জানা গেছে, রাবসা সিকদার ক্লাসে সবসময় ফার্স্ট হতেন। ক্লাসের পড়াশোনার বাইরে এক্সট্রা কারিকুলামেও তিনি সমান তালে সফলতা দেখিয়েছেন।
হার্ভার্ডে চান্স পাওয়ার অনুভূতি প্রকাশ করতে গিয়ে রাবসা সিকদার জানান, ছোটবেলা থেকেই তিনি স্বপ্ন দেখতেন বিশ্বখ্যাত হার্ভার্ড ইউনিভার্সিটিতে পড়াশোনা করবেন। ছোটবেলায় এই স্বপ্নটা অনেক কঠিন মনে হলেও এখন তার সেই স্বপ্নটা সত্যি হয়েছে। হার্ভার্ডে চান্স পাওয়ার পর তিনি আনন্দে কেঁদেছেন। তার ওই কান্নার সঙ্গী হয়েছেন তার বাবা-মা।
এই আনন্দ অশ্রুর অনুভূতি ভাষায় প্রকাশ করা যায় না বলে জানান রাবসা সিকদার।
রাবসা জানান, ভিকারুননিসায় জেএসসি পাশ করে তিনি বাবা-মায়ের সঙ্গে আমেরিকায় চলে যান। আমেরিকায় গিয়ে তার স্বপ্নগুলো পাখা মেলে ধরতে শুরু করে। অবশেষে তার স্বপ্নজয় হয়েছে। তিনি এখন হার্ভার্ড ইউনিভার্সিটির ছাত্রী। পড়াশোনা শেষ করে তিনি দেশে ফিরে এসে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করবেন।