৪১তম বিসিএস প্রিলিমিনারি পরিক্ষার আগে যে সময়টা আছে, সেটা ঠিকভাবে কাজে লাগাতে পারলে প্রিলিমিনারি সাথে মিলে, লিখিত পরিক্ষার জন্য এমন কিছু পড়ার বিষয়সহ প্রিলিমিনারি’র জন্য খুব ভাল ভাবে প্রস্তুতি নেয়া সম্ভব।
প্রিলিমিনারি হচ্ছে লিখিত পরিক্ষার পাসপোর্ট। প্রিলিমিনারিতে উত্তীর্ণ হওয়া শুধু নিজের যোগ্যতার উপরেই নির্ভর করে না, সেদিনের ভাগ্যের উপরেও কিছুটা নির্ভর করে।
সবার আগে, প্রিলিমিনারিতে পাস করাটা যতটা আপনার নিজের নিয়ন্ত্রণের বাইরে, লিখিত পরিক্ষায় ভাল করাটা ততটাই আপনার নিজের নিয়ন্ত্রণের মধ্যে। তাই খুব হিসেব করে প্রিলিমিনারির জন্য প্রস্তুতি নিতে পারেন। অপ্রয়োজনে বাসা থেকে বের না হয়ে বাসায় অন্তত ১৪-১৫ ঘণ্টা পড়াশোনা করতে পারেন।
সেটা হয়ত এক দিনে হবে না। চেষ্টা করুন প্রতিদিনের পড়াশোনার সময়টা বাড়াতে। প্রতিদিন আগের দিনের চাইতে অন্তত ১৫ মিনিট হলেও বেশি পড়ুন। একটা বড় পড়া শেষ করার টার্গেট পূরণ করতে পারলে নিজেকে ছোটখাটো কিছু উপহার দিন। যাতে আপনার পড়ার উৎসাহ আর গতি বেড়ে যায় ।
একটা পড়া পড়তে-পড়তে ক্লান্ত হয়ে গেলে অন্য একটা সহজ পড়া হাতে নিন। আপনি যা হতে চান, কিছু সময়ের জন্য চোখ বন্ধ করে কল্পনা করুন, সেটা হয়ে গেলে আপনার আর আপনার চারপাশের মানুষের কেমন লাগবে, জীবনটা কেমন করে বদলে যাবে ইত্যাদি। এতে পড়ার ক্লান্তি কেটে যাবে অনেকখানি।
মনোযোগ নষ্ট করে, এমন কোনোকিছু হাতের কাছে থাকলে তা দূরে রাখুন।