সদ্য ঘোষিত ফলাফলে ৩৮ তম বিসিএস (প্রশাসন) ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন জামালপুরের বকশীগঞ্জের মেধাবী মেয়ে জান্নাত।তিনি বকশীগঞ্জ পৌর শহরের সৌদিয়া হাউজের মালিক আবদুল ওয়াদুদ ও জাহিদা ইয়াসমিন এর জৈষ্ঠ্য কন্যা ।জান্নাত শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার বটটলা বাজারের আজিজুল হক মাষ্টারের ৩য় ছেলে আরিফুর রহমান রাসেলের স্ত্রী।
জানা গেছে, জান্নাত বকশীগঞ্জ উলফাতুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ২০০৬ সালে এসএসসি, শেরপুর সরকারি মহিলা কলেজ থেকে ২০০৮ সালে কৃতিত্বের সাথে এইচএসসি পাশ করেন। তারপর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে পরিবেশ বিজ্ঞান ১ম শ্রেণিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে কৃতিত্বের ধারা অব্যাহত রাখেন ।
বিসিএসে উত্তীর্ণ হওয়ার পর জান্নাত এ প্রতিবেদককে জানান যে, বঙ্গবন্ধুর সোনার বাংলা, ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার লক্ষ্য বাস্তবায়নের উদ্দেশ্যে দেশ ও মানুষের সেবায় তিনি নিয়োজিত থাকবেন।
জান্নাত বর্তমানে বাংলাদেশ কৃষি ব্যাংকের সিনিয়র অফিসার পদে নিযুক্ত রয়েছেন। তবুও স্বপ্ন পূরণের আশায় মা-বাবা ও স্বামীর অনুপ্রেরণায় এং তার অক্লান্ত পরিশ্রমের ফলে তিনি আজ সাফল্যের শীর্ষে। অদম্য এই নারী দেশ ও দেশবাসীর সেবা করার সুযোগ পাওয়ায় সকলের নিকট দোয়া চেয়েছেন।