মানবজাতির মধ্যে সবচেয়ে উদার ব্যক্তি ছিলেন সর্বশ্রেষ্ঠ মানব হযরত মুহাম্মদ (সা:)। এমনকি শত্রুরাও তার কাছ থেকে উদারতা ছাড়া আর কিছু আশা করতেন না। যারা তার ওপর অত্যাচার করতো, তাদের প্রতিও তিনি দয়াবান ছিলেন। পৃথিবীতে যুগে যুগে মানুষ উদারতার পরিচয় দিয়ে গেছেন।
মদিনাতে একজন উদার ব্যক্তির সন্ধান পাওয়া গেছে। যিনি ঐতিহাসিক কুবা মসজিদের সামনের রাস্তায় বসে মুসল্লিদের ফ্রিতে চা ও মিষ্টান্ন পরিবেশন করেন।
বৃদ্ধ এই মানুষটি প্রতিদিন অনেকগুলো ফ্লাক্সে চা ও প্রচুর কাপ নিয়ে কষ্ট করে বসে থাকেন। নামাজ পড়তে আসা মুসল্লি কিংবা দর্শনার্থীদের চা পরিবেশন করেন। তার ব্যক্তিত্ব এতই অসাধারণ যে, প্রত্যেকটি মানুষ মুগ্ধ হয়ে যায়।
বিনিময়ে কিছু না নিয়ে বৃদ্ধ বয়সে লোকটি মানবতার সেবায় ব্যস্ত। তার এমন নিঃস্বার্থ উদারতা সম্পূর্ণ মানবজাতির জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষা।