এবার ফেইসবুকে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে চাকরি পেয়েছেন আরও এক বাংলাদেশি মেধাবী ছাত্র। মাহমুদুর রহমান মামুন নামে ওই ছাত্র মিলিটারি ইন্সটিটিউট ওব সাইন্স এন্ড টেকনোলজিতে পড়াশোনা করেছেন। তিনি কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং -১৩ ব্যাচের শিক্ষার্থী ছিলেন। আগামী মাসেই তিনি ফেইসবুকে যোগ দেবেন। তার বেতন প্রায় সোয়া কোটি টাকা।
জানা গেছে, মামুন মিলিটারি ইন্সটিটিউট ওব সাইন্স এন্ড টেকনোলজির MIST Computer Club এর প্রেসিডেন্ট ছিলেন। গ্র্যাজুয়েশনের পর তিনি Enosis Solutions Ltd. এ সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে যোগ দেন। এবার তিনি ফেইসবুকে ডাক পেলেন। মামুনের জন্য ক্যাম্পাসলাইভ২৪.কম পরিবারের পক্ষ থেকে রইল শুভকামনা।