প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন শিশুরা যেন আবার শিক্ষাপ্রতিষ্ঠানে ফিরতে পারে এবং তাদের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম পরিচালনা করতে পারে সে জন্য প্রস্তুতি নিচ্ছে সরকার। আশাকরছি শীঘ্রই ভালো দিন আসবে। আমাদের শিশুরা স্কুলে যেতে পারবে। স্বাভাবিক ভাবে পড়াশোনা করতে পারবে। আমরা সে লক্ষ্যে প্রস্তুতি নিচ্ছি।
গতকাল রবিবার গনভবনে মিরপুর সেনানিবাসে জাতীয় প্রতিরক্ষা কলেজের শেখ হাসিনা কমপ্লেক্স ডিএসসিএসতে জাতীয় প্রতিরক্ষা ও সশস্ত্র যুদ্ধ কোর্সের অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন।এসময় তিনি আরো বলেন শিশুরা যেহেতু স্কুলে যেতে পারছে না তাই তাদের জন্য অনলাইনে ও টেলিভিশনে ক্লাসের ব্যাবস্থা নেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, সর্বোপরি শিশুরা যদি স্কুলে যেতে না পারে তবে তাদের উপর মানষিক চাপ তৈরী করবে। সরকার যখন শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রস্তুতি নিচ্ছিলো তখনোই করোনার ২য় ঢেউ শুরু হয়েছে। এসময় তিনি করোনা মোকাবেলায় সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন।
অনুষ্ঠানে জাতীয় প্রতিরক্ষা কলেজের কমান্ডেন্ট লেফটেন্যান্ট জেনারেল আতাউল হাকিম সরোয়ার হাসান বক্তব্যদেন।
উল্লেখ্য- বিশ্বব্যাপী করোনা মহামারীর কারনে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটি ১৯ ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। গত ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী সনাক্ত হয় এরপর ১৭ মার্চ থেকে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ আছে। ইতোমধ্যে জেসসি, পিএসসি সহ এইচএসসি পরিক্ষা বাতিল করা হয়েছে।
তবে অফিস আদালত পর্যায়ক্রমে চালু হলেও এখনো শিক্ষাপ্রতিষ্ঠান খোলা সম্ভব হয় নি। তবে অনলাইনে শিক্ষা কার্যক্রম চালু আছে।