অদম্য ব্যাটারি লাইফ ও টেকসই বডির জন্য এক সময় বিশ্বজুড়ে জনপ্রিয় ছিল নকিয়া ১১০০। এবার ফিরেছে নতুন রূপে। নকিয়া জানিয়েছে, এটি শুধু নস্টালজিয়ার স্মারক নয়, বরং আধুনিক প্রযুক্তি ও সরলতার সমন্বয়ে এক ভিন্নধর্মী ডিভাইস। নকিয়া ১১০০ আবারও হয়ে উঠতে পারে ব্যবহারকারীর আস্থার প্রতীক।
ডিজাইন ও নির্মাণ
নতুন নকিয়া ১১০০-এ রাখা হয়েছে ক্লাসিক কিপ্যাড লেআউট, তবে বডি তৈরি করা হয়েছে অ্যারোস্পেস-গ্রেড অ্যালুমিনিয়ামে। সিরামিক কী ও স্যাফায়ার ক্রিস্টাল নেভিগেশন বাটন যুক্ত করে এটিকে দেওয়া হয়েছে প্রিমিয়াম ফিনিশ। ফোনটি পাওয়া যাবে মিডনাইট ব্ল্যাক, আর্কটিক সিলভার ও হেরিটেজ ব্লু রঙে।
শক্তিশালী ব্যাটারি
ফোনটিতে ব্যবহৃত হয়েছে ৬০০০ এমএএইচ ব্যাটারি, যা একবার চার্জে প্রায় ৪ সপ্তাহ স্ট্যান্ডবাই থাকবে। ভারী ব্যবহারেও টানা দুই সপ্তাহ ব্যবহার করা সম্ভব। এছাড়া এটি পাওয়ার ব্যাংক হিসেবেও কাজ করবে; ইউএসবি-সি দিয়ে অন্য ডিভাইস চার্জ দেওয়া যাবে।
ডিসপ্লে ও ক্যামেরা
নতুন মডেলে রাখা হয়েছে ২.৮ ইঞ্চির ট্রান্সফ্লেকটিভ ডিসপ্লে, যা রোদেও স্পষ্ট দেখা যায়। ফটোগ্রাফির জন্য রয়েছে ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা।
স্মার্ট ফিচার
যদিও এটি একটি ফিচার ফোন, তবুও যুক্ত করা হয়েছে আধুনিক সংযোগ সুবিধা-
4G LTE, WiFi, Bluetooth 5.0, NFC
KaiOS অপারেটিং সিস্টেম
হোয়াটসঅ্যাপ, ইউটিউব, গুগল ম্যাপস ও গুগল অ্যাসিস্ট্যান্টের মতো জনপ্রিয় অ্যাপ ব্যবহার করার সুবিধা।
কাদের জন্য উপযুক্ত
প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, এই ফোন বিশেষভাবে উপযুক্ত-
স্মার্টফোনের নোটিফিকেশন এড়িয়ে চলতে চান এমন পেশাজীবীদের জন্য
সহজ-সরল ডিভাইস চান এমন বয়স্ক ব্যবহারকারীদের জন্য
টেকসই বডি ও দীর্ঘ ব্যাটারি লাইফের খোঁজে থাকা ব্যবহারকারীদের জন্য
প্রযুক্তি বিশ্লেষকদের মতে, নকিয়া ১১০০-এর নতুন সংস্করণ শুধুই নস্টালজিয়া নয়, বরং স্মার্টফোননির্ভর বাজারে এক ভিন্ন বার্তা। সরলতা, টেকসই ডিজাইন ও দীর্ঘস্থায়ী ব্যাটারির কারণে ফোনটি আবারও হয়ে উঠতে পারে ব্যবহারকারীর আস্থার প্রতীক।