ভিসা ছাড়াই মালয়েশিয়ায় প্রবেশ করতে পারবেন মিয়ানমারের নাগরিকরা

মিয়ানমারে মালয়েশিয়ার দূতাবাস জানিয়েছে, মিয়ানমারের পাসপোর্টধারীরা সর্বোচ্চ ১৪ দিনের জন্য ভিসা ছাড়াই মালয়েশিয়ায় প্রবেশ করতে পারবেন। তবে এ ক্ষেত্রে কিছু শর্ত আরোপ করা হয়েছে।

দূতাবাস এক বিবৃতিতে জানিয়েছে, মিয়ানমারের নাগরিকদের ভ্রমণ সহজ করাই নতুন এই নীতির লক্ষ্য। তবে এতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, মালয়েশিয়ায় প্রবেশের চূড়ান্ত সিদ্ধান্ত অভিবাসন কর্মকর্তাদের হাতে থাকবে।

দূতাবাস জানিয়েছে, এই সুবিধা কেবল পর্যটকদের জন্য প্রযোজ্য, যাদের উদ্দেশ্য শুধু ভ্রমণ এবং যারা মালয়েশিয়ায় অবৈধভাবে অবস্থানের চিন্তা করছেন না।

মিয়ানমারের নাগরিকদের উদ্দেশে দূতাবাস আরও জানিয়েছে, মালয়েশিয়ায় যাত্রার আগে পাসপোর্টের মেয়াদ কমপক্ষে ছয় মাস থাকতে হবে। এছাড়া সঙ্গে রাখতে হবে অতিরিক্ত পাসপোর্ট সাইজ ছবি, হোটেল বুকিং বা আবাসনের ঠিকানার প্রিন্ট কপি, বিমানের ফিরতি টিকিট এবং কমপক্ষে ১ হাজার মার্কিন ডলার ‘শো মানি’।