শিক্ষাক্ষেত্রে ব্রিটেনে বাংলাদেশি বংশোদ্ভূতদের অসাধারণ সাফল্য

লন্ডনের হ্যামলেটসে চলতি বছর এ-লেভেল পরীক্ষার ফলাফলে অসাধারণ সাফল্য অর্জন করেছে বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটেনের শিক্ষার্থীরা। স্থানীয় কাউন্সিলের তথ্য অনুযায়ী, ৭৪ দশমিক ৪ শতাংশ শিক্ষার্থী এ থেকে সি গ্রেড অর্জন করেছে, যা ২০১৯ সালের তুলনায় উল্লেখযোগ্য উল্লম্ফন। এছাড়া, ১৬ দশমিক ১ শতাংশ শিক্ষার্থী সর্বোচ্চ এ বা এ গ্রেড পেয়েছে।

শিক্ষাক্ষেত্রে এই সাফল্য বিশেষত টাওয়ার হ্যামলেটসে তাৎপর্যপূর্ণ, কারণ এটি যুক্তরাজ্যের অন্যতম বৃহত্তম ব্রিটিশ-বাংলাদেশি এবং মুসলিম জনগোষ্ঠীর আবাসস্থল। কয়েক প্রজন্ম ধরে ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির অগ্রযাত্রায় শিক্ষা একটি কেন্দ্রীয় স্তম্ভ হিসেবে কাজ করছে।

ইংরেজি ও সমাজবিজ্ঞানে ‌‘এ’ গ্রেড অর্জন করা শারমিন আক্তারকে কুইন মেরি ইউনিভার্সিটিতে ইংরেজি বিষয়ে পড়ার সুযোগ করে দিয়েছে। তিনি বলেন, আমি যেমনটা ভেবেছিলাম, তার চেয়ে অনেক বেশি ভালো ফল করেছি। (কোভিড) মহামারির সময়ে পড়াশোনা করতে আমার অনেক কষ্ট হয়েছে। শুরুতে আমার ল্যাপটপ ছিল না এবং সবকিছু ফোন থেকেই করতে হয়েছে, কিন্তু আমার শিক্ষকরা আমাকে হাল ছাড়তে দেননি। আমার কঠোর পরিশ্রম এবং অধ্যবসায় আজ কাজে লেগেছে।

গণিত, পদার্থবিজ্ঞান ও কম্পিউটার সায়েন্সে ‘এ’ গ্রেড পাওয়া রাদিদ সরকার জানান, মহামারীর কারণে স্কুল বন্ধ থাকায় পড়াশোনা করা কঠিন ছিল, কিন্তু আমাদের শিক্ষকরা সবসময় পাশে ছিলেন।

ইংরেজি, রাজনীতি এবং সমাজবিজ্ঞানে ভালো গ্রেড পেয়ে কিংসটন ইউনিভার্সিটিতে প্রাথমিক শিক্ষকতা পড়ার সুযোগ পেয়েছেন জাফিয়া ইসলাম। তিনি বলেন, আমি আসলে এত ভালো ফল করব ভাবিনি। এই সাফল্য আমাকে দেখিয়ে দিয়েছে যে কঠোর পরিশ্রম করলে স্বপ্ন পূরণ করা সম্ভব।