গরু চরিয়ে- রিকশা চালিয়ে সন্তান্দের বানালেন বিসিএস ক্যাডার

রাজশাহীর দুর্গাপুর উপজেলার পানানগর ইউনিয়নের গুনাজিপাড়া গ্রামের সন্তোষ চন্দ্র মন্ডল। পেশায় গরুর রাখাল, তবুও অদম্য মেধাবী দুই মেয়ের পড়াশোনার খরচ জোগাতে পিছু হটেননি এই বাবা। পৈত্রিক সূত্রে পাওয়া পৌনে দুই বিঘা জমির মধ্যে বাড়ির ভিটার ৮ শতাংশ ছাড়া সবই বিক্রি করেছেন সন্তানদের জন্য। মেয়েদের লেখাপড়ায় মেয়েদের অদম্য ইচ্ছা শক্তি দেখে বরণ করেছেন হাজারো দুঃখ-কষ্ট। তবে তার সেই দুঃখ আর কষ্টের যেন অবসান হতে চলেছে।

কেননা বড় মেয়ে রত্না রানী মন্ডল ৪১তম বিসিএস পরীক্ষায় ভেটেরিনারি সার্জন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। ঘাম ঝড়িয়ে কষ্টার্জিত অর্থের যেন সঠিক মূল্যই দিতে চলেছেন সন্তানরা। ছোট মেয়ে রাখি রানী মন্ডলও রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সম্প্রতি স্নাতক ও স্নাতকোত্তর শেষ করেছেন। দীর্ঘ পরিশ্রম স্বার্থক হওয়ায় আবেগাপ্লুত বাবা সন্তোষ চন্দ্র মন্ডল।

এদিকে, একই উপজেলার জয়নগর ইউনিয়নের চুনিয়াপাড়া গ্রামের হতদরিদ্র রিকশাচালক আকতার আলী। আড়াই শতক জমির ওপর টিনের ছাউনি দিয়ে তৈরি দুইটা ঘরই যেন শেষ সম্বল। তবুও রিকশা চালিয়েই দুই ছেলে-মেয়েকে লেখাপড়া করিয়েছেন পরিশ্রমী বাবা। নিজে দুঃখ-কষ্ট নিরবে বয়ে বেরিয়েও সন্তানদের মানুষ করতে ছুটেছেন হাসিমুখে। স্বপ্ন দেখেছেন হয়তো কষ্টগুলো একদিন ঘুঁচে যাবে।